এক মুহুর্তের  নেই ভরসা,
কিসের এতই লম্বা আশা?

মরার কথা কেউ ভাবি না,
মরবো কিনা তাও বুঝিনা।

বাঁচার আশায় হচ্ছি দেনা,
না জানি ক্ষমা পাব কিনা।

এখনো  তো  সময়  আছে,
ভেবে দেখুন সকাল,সাঝে।

সবই চলছি গায়ের জোরে,
ভাবছিনা কেউ আগে,পরে।

মরণ সবার  সাথের  সাথী,
ওৎ পাতাই তার মূখ্য গতি।

দমের উপরেই বাঁচার চাষ,
দম ফুরালেই  সবাই লাশ।

♦<>=<>=♦=<>=<>♦
তাং-০৩- ১২- ২০১৮ইংঃ>
রাতঃ-০৯টা ১০মিঃ ২০সেঃ
স্থানঃ--কড়িয়াঃ/সোমবারঃ>
০১৭৪২-৭৭৪৬৪৪>মোবাঃ
♦<>=<>=♦=<>=<>♦
♠একদিন লাশ অনিবার্য♠