প্রতিটি মানুষের আছে
জীবনের  দাম,                        
সেখানে ও তুমি-আমি
আছি বিদ্যমান।

বিবেক  বুদ্ধি   আর
জ্ঞান পরিধি,
দেয়নি সমান  করে
কাউকে বিধি।

কে আপন কেবা পর
সবারই জীবন,
ভালো  আর মন্দতে
এক-ই  বন্ধন।

প্রতিটি শরীরে ছোটে
রক্তটা লাল,
শীত গ্রীষ্মের অনুভব
সমান্তরাল।

মানব  শরীরে আছে
ইন্দ্রীয়  পাঁচ,
অনুভব ও  অনুভূতি
সমমানি ছাঁচ।