ও - - - - ও - - - ও - - - ও
তোমরা শুনছো নাকি ভাই, -- -- -
কথা শুনলে হাসি পায় ।
আবার প্রানে বাঁচা দায়,
এখন্ করি কি উপায় ?
বিশ বছেরর প্রিয়তমা,
বোন বলিতে কয়।(আমার)
অতি সখের প্রিয়তমা,
বোন বলিতে কয়।।
এত সখের প্রিয়তমা,
বোন বলিতে কয়।। ঐ
ও - - - - ও - - - ও - - - ও
প্রিয়ার মুখে শুনলে হঠাৎ,এমন্ আজব কথা,
পারে কি আর কোন প্রেমিক,ঠিক রাখিতে মাথা?
প্রেম যেন তার বিকানো ধন,তেমন্ কিছু নয়।
শোনা মাত্র এই কথাটি,মরতে ইচ্ছে হয় ।। ঐ
ও - - - - ও - - - ও - - - ও
গোপন করে বললে কথা,দেখায় বড় টান,
বুকের মাঝে জড়িয়ে বলে,তুমি আমার জান।
সেই মুখেতে এমন্ কথা,কি করে মানায় ?
প্রেম বলে আর কিবা রইল,এই জগতময়।। ঐ
ও - - - - ও - - - ও - - - ও
দিতে দিতে সব দিয়েছে,নেইতে বাকী তার,
দলিল করে দিয়েছে সব,আমি যে তোমার।
থাকতে সকল প্রমানাদি,কি করে তা হয় ?
এই কথাটি জগৎ মাঝে,কেউ কি মেনে নেয়?।। ঐ