যদি ষোড়শী কুমারী হয়
প্রেয়সী আমার,
এমনটি হলে কোন কথা
নেই আর ।।
ইরানী গোলাপ তারে
দেবো খোঁপাতে,
দেবো পূর্ণ ভালো বাসা
বাসরও রাতে ।।
আজও সে প্রেমিক হয়ে
আছি দরজায়,
তার সে ফুলেরও মালা
দেবার আশায় ।।
তাং-২৬=০১=২০১২ ইং
রাতঃ- ১০টা ৩৫মিঃ ==
কড়িয়াঃ - ======।>