কত  যে  ভাল  বাসি,                         আজও  কি  বোঝনি ?
মনে কি পড়েনা প্রিয়,অতীতও কাহিনী?
মনে কি পড়েনা প্রিয়,সেই সে কাহিনী।।ঐ

তোমারে চাহিয়া আজও
পড়ে  আছি  একা,
আমার এ ভাল বাসায়
দিও নাকো ধোকা।
তোমারও  স্মৃতি মোর  
প্রেমেরও রাগিনী।।            
মনে কি পড়েনা প্রিয়,অতীতও কাহিনী?
মনে কি পড়েনা প্রিয়,সেই সে কাহিনী।।ঐ

নীল আকাশও মেঘ চায়,
বরিষনও  লাগি,
তুমি  কি  হবে  না প্রিয়া
মোর ব্যথার ভাগি?
কেন  তুমি আজও মোর
বুঝিতে  পারনি ।।
মনে কি পড়েনা প্রিয়,অতীতও কাহিনী?
মনে কি পড়েনা প্রিয়,সেই সে কাহিনী।।ঐ


=♥==♥==♥==♥==♥==♥==♥=
আমার সঙ্গীত ভান্ডার থেকে আজ আরও
একটি "গীতিকাব্য" আসরের সকল কবি
ভাই,বোন,বন্ধুদের একান্ত চিত্তবিনোদন
সৌজন্যে অর্পন করলাম।আসরের সমস্ত
সুপ্রিয় কবি বন্ধুদের প্রতি রইল আমার
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছ। ধন্যবাদ।।
=♠==♠==♠==♠==♠==♠==♠=