প্রিয় কবি ভাই,বন্ধু,দিদি,আপু সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিন্ন্দন এবং মঙ্গল কামনা করে। আজ আমার গানে গানে লেখার আরও একটি সঙ্গীতকে কবিতায় রূপ করণে পাঠালাম। দয়া করে দেখবেন তো ঠিক আছে কি না। সবাই ভাল থাকুন।
আজকে আমি বসে আছি
কাল দেখ আর নেই।
পরশু দেখ পুষ্পে ভরাই
আমার কবরেই।
এই আমি আর নেই (৩)
তোমাদের মাঝেই।।
আপন জনের কান্না-কাটি,কেবল হবে সার
আসবে শুনে দূর থেকে সব,ভক্তরা আমার।
দু'হাত তুলে করবে দোয়া,স্রষ্টার ই কাছেই।।
এই আমি আর নেই -- -- -- -- -- -- ঐ
আসবেনা কেউ বুকে ধরে,রাখতে আমায় আর,
করবে না কেউ প্রেম নিবেদন, দিতে উপহার।
অশ্রু জলেই সিক্ত হবে, পুড়বে ভিতরেই।।
এই আমি আর নেই -- -- -- -- -- -- ঐ