প্রেমিক মনের বুক টা আমার
বিরাজ করছে শুন্যতায়,
প্রেয়সীকেই না পেয়ে আজ
ভুগছি ব্যাপক যন্ত্রনায়।।
হয়তো সে আজ ভুলে আছে
আমার বুকের কষ্টটা,
যা ছিল তার অাগের দেওয়া
ব্যথায় ভরা স্পষ্টতা ।।
আজও বুকে লুকিয়ে আছে
প্রেম ক্লিষ্ট আলাপন,
জানি নাতো কোথা সে আজ
নিয়েই গুপ্ত নির্বাসন ।।
শেষ জীবনেই এবার পেলে
রাখবো ধরে বক্ষতে,
ভুল করে আর ছাড়বোনা ঐ
প্রেমাসক্ত রক্ষতে ।।
রাতঃ== ০৮টা ২৫ মিঃ
তাং-২৫=০৯=২০১৮ইং
=== সো ম বা র! ===
কড়িয়াঃ = = == = ==
<<=♥===♥===♥=>>