সোনা নয়,
তবু হরিণটাকে সোনার হরিণ কয়।
পেতে তাকে রামধনু নয়, লাগে বংশ-পরিচয়।
একদশক?
দুইদশক?
কতদিন আর সয়?
তাই, শয়ে শয়ে পথে নামে তনয়া-তনয়।
তারুণ্যকে তুচ্ছ করেন রাজা মহাশয়।
রাক্ষুসে তার চেলা-পেলা ছড়িয়ে দিল ভয়!!
বাংলা মায়ের সোনার ছেলে বুক পেতে সে রয়।
মরতে পারে আবু সাঈদ,  কে করে তার ক্ষয়।
রাজা মহাশয়,
চুপ করাতে চাইলেই কী চুপ সকলে হয়?
ভোরের বাতাস শুনিয়ে গেল জাগরণের লয়।
এক থেকে দুই, দুই থেকে চার....  গড়ে শক্তিবলয়
তা দেশজুড়ে আজ বিস্ফোরিত প্রচণ্ড প্রলয়।
এই প্রলয়ে ডুবছ তুমি রাজা মহাশয়!!!
কুম্ভিরাসু যতই ফেল,রক্ষা কী আর হয়?
এ যে সাধারণের ইউরেনিয়াম, সামান্য তো নয়!!
২৪ এর এই চেইন ইফেক্ট আনুক সুবর্ণ সময়।
রক্তের এই বন্যা, বৃথা নয়,বৃথা নয়।
হবে হবে হবে জনতার হবে জয়।

আগস্ট ০৪,২০২৪