পথই বাড়ি, পথই ঘর,
পথের মাঝে থাকি আমি,
পথই আমার সব।
ঝড় বাদিলে বিষ্টি ঝরে,
যায় ভিজে যায় গা,
পথই আমার ঘুমের মাঝে,
শান্ত বিছানা।
নাই কো মা, নাই কো বাবা,
তাইতো হাজার লোকের ভীড়ে,
আমিই শুধু একা।
তোমার গালে তোমার মা,
দেয় এঁকে চুমি,
বাবা তোমায় আদর করি,
নিয়ে যান বিদ্যাপপীঠে চলি।
তোমার কাঁধে মস্ত থলে,
বই খাতাতে ভরা,
আমার কাঁধে আমার থলে,
ফেলনা কাগজ রাখা।
ফেলনা কাগজ বই খাতা মোর,
থলে মোর ঝোলা,
শিক্ষাগুরু মোল্লা বাবু,
যার কাছে হয় ফেলনা বেচা।
ভুল করিলেই জোটে শুধু,
গরুর মতন পেটা,
অনাহারে,নির্বিচারে,
দিন কাটানোর সাজা।