তোর চিকন -চাকন হাতে,
কেন পড়িস রেশমি চুড়ি তাতে,
ঠোঁটে কেন দিস গোলাপী লিপিষ্টিক,
তুই তো বড় একটা রাবিশ।
ক্যাটের মতোন ভাব নিতে,
পরিস না একটু খানি পিছে,
প্রিয়াঙ্কা সাজতে গিয়ে, তুই লেডি
ভাব মারিস তুই যেন, খুব ক্রেজি।
কলেজ পাড়ার ছোড়াগুলোর হার্টে,
তোরে দেখলে নাকি ভীষণ হিম লাগে,
তুই নাকি সুপার গার্ল, সুইপারের কাছে,
মুখে তোর লেপ্টে গেছে, গোবরে লিপিষ্টিকে।
ও ছুড়ি তুই ভাব মারিস না আর,
জানি তোর কু- কর্ম, করে দিবো ফাঁস।
তোর কারণে পোলাগুলো নাকি-
হয়েছে একেকটা জিন্দা-জিন্দা লাশ।
তোকে দেখে মনে হয়, তুই খুব বাজে,
মিলে যাচ্ছে প্রমাণ, তোর কাজে কাজে,
ক্রেজি হতে গিয়ে কি করেছিস তুই,
টোকাই কেন ভাবে, এসো একটু ছুঁই।