আমি নাকি সভ্য নই,
বলে কত লোকে,
কথার মাঝে গোঁড়ামি,
বলছে ওরা ভদ্র সেজে।
ওরা তো সে সেই ব্যক্তি,
যাদের কে আমরা নাকি,
নিন্দুক বলে ডাকি।
নিন্দুক তো থাকে হেথা-সেথা,
পরের দোষ খুঁজে নাকি,
পেয়ে বসে দারুণ সুখের মজা।
কিছু লোক পিছু হতে,
খুঁজবে খারাপ গুণ,
তাদের কথার মাঝে,
তাই দিলাম না তো মন।