চরিত্র তোমার শ্রেষ্ঠ সম্পদ,
বিলুপ্ত হবে তা -
যদি তুমি হয়ে যাও লম্পট |
চরিত্রে গঠনে সাধনা -
তোমায় দেবে সম্মান আর শ্রদ্ধা |
হতে পার যদি -
ন্যায় ও সত্যের পথে অবিচল ব্যক্তি ,
তবে তুমি পারবে -
তুলতে গড়ে এ জগতের কীর্তি |
অসৎ বন্ধু যদি থাকে -
চরিত্রহীন হতে বল কত সময় লাগে|
অপমান, অসম্মান আর লজ্জা -
জুটবে তোমার হও যদি চরিত্রহীনা|
বিদ্যা -বুদ্ধি ,ধন -সম্পদ -
টাকা -পয়সা নেই দাম বিন্দুমাত্র -
কারণ নষ্ট চরিত্র -
সমাজে করে তোলে ঘৃণার পাত্র |
আমাদের মহানবী (স:) -
ছিলেন ন্যায়পরায়ন, বিশ্বাসী,সত্যবাদী,
আরবের লোকেরা তাই -
দিয়েছিল তাকে আল-আমিন উপাধি|