নীলুটাও আজ ফাঁসি দিলো,
এই সমাজের ভয়ে,
রাতের আঁধার সব হারালো,
খুবলে খেলো শিয়াল-শকুন দলে।
সব নীলুর মতো, এ নীলুও ছিলো,
নীল শাড়িতে নীল পরী হতো,
নীল চুড়িতে হাত ভরাতো,
কপাল মাঝে নীল টিপ লাগাতো,
নীলের এ নীলু তাইতো,
নীল আকাশে গেলো।
সব শকুনের বিচার হয়,
শকুন গুলো সাজা পায়,
পায় না শুধু নীলু খাদক গুলো।