স্বাধীনতার পঁয়তাল্লিশ পেরিয়ে
এখনো বুকের রক্ত ক্ষয়
এটা কী স্বাধীনতা
হয়না আমার বোধ জয়॥
আনলে যারা স্বাধীনতা
তাঁরাই হলো লাশ
ঝরছে রক্ত পুড়ছে মানুষ
বন্ধ হচ্ছে দীর্ঘশ্বাস॥
স্বাধীনতা নাকি
সম্ভ্রম হারিয়ে হাজার তনুর
মৃত্যুর জগতে আর্তচিৎকারে
নিজেকে হারিয়ে ফেরার।।
স্বাধীনতার নামে চলছে
রাজনীতির লড়াই
গুলির বুকে পোড়ার মুখে
ক্ষমতার লড়াই ॥
লাশ নিয়ে খেলা এখনই হোক বন্ধ।
শপথ হোক সোনার বাংলা গড়ব।
তাহলেই আমি স্বাধীনতা স্বীকার করব॥