আজ আমি আজব মানুষ
তোমাতে মিশে ছিলোনা যে হুশ।
মনের কথা যায়না ‘ত’ বলা
একসাথে আর না হয় চলা।
অনলে পোড়ে মন গোপনে
ছাই সব,দেখেছি যা আমি স্বপনে।
চাইলেই যায়না যাওয়া অতলে
যত তলে মিশে আছো জ্বলে।
বেড়েছে সময় জ্বলের তলে
স্রোতের তালে নিয়তির কথা বলে।
ডেকে ছিল মধু তান তুলে
কোন মোহনায় মিলেছি কার ভুলে।
ত্বরায় তরী ভিড়িয়ে নিমিষেই লুট
ঢেউয়ের তালে স্বপ্নের ছুট।
আরও গভীরে অপূর্ণ জ্বল
ক্রমেই পূর্ণ হয়েছে তল।
ভেতরে ভেজা মাটির গন্ধ
অনুভব করি বালু কণার ছন্দ।
মধুকর গগনে মেলেছে ডানা
জনে জনে কত বাহানা।
যদিও মন চায়না কিছু
সময় নিয়েছে তব মোর পিছু।