প্রথম যেদিন পৃথিবীতে আসা,
সেদিন থেকেই স্বপ্নে ভাসা।
যদি সামান্য সুখ উকি মারে এসে
সুখের প্লাবনে যায় ভেসে।
আশা মম ভাবনার দুর্গ,
এতটুকু খুশি যেন সুখের স্বর্গ।
বিভোর স্বপ্নে নিজেকে না পাই,
হারানো পথে এমনিতেই হারায়।
কষ্টের ঝড়ে নেই কোন ভয়,
বন্য মানবের নেই কোন ক্ষয়।
মসৃণ পথ যেন আমার জন্য নয়,
গুঁড়িয়ে দুখের বিত্ত,আসবে জয়।
এমন ভাবনা,জীবনের সাধনা,
পূর্ণতা পায়নি সেই আরাধনা।
চারিদিকে ঘুরি,আমি অনাহারি,
বিত্ত সমাজে আমিই এতিম।
খুঁজেছি তাকে,জীবনের বাঁকে,
প্রসন্ন আজও জ্বালেনী পিদিম।
গাড়িবাড়ি টাকাকড়ির কত আশা,
ক্রমেই ঘিরেছে অমানিশা।
কষ্ট দেখেছি জীবন ভরে,
পরিবারের সুখের লাগি এ অধম মরে।
কত কি করি,সুখ দিব ভরি,
দিয়েছিনু সে আশা।
আজ ফিরিয়ে দেবার সেই ক্ষনে,
হারিয়েছি মম ভাষা।
কষ্টের জ্বল এসে গেছে দুয়ারে,
সুখের স্বপ্ন ভেসে গেছে জোয়ারে।
লাভ হয়নি করে চেষ্টা,
দাঁড়িয়ে দেখছি জীবনের শেষটা।