তুমি আসবে বলে
সন্ধ্যায় তুমি আসবে বলে
একটি সম্পূর্ণ বিকেলকে আমি
কাঠের সিঁড়িতে দাঁড় করিয়ে রেখেছিলাম।।
রাত্রে তোমার সময় হবে জেনে
একটি দিনকে তাড়াহুড়োর ছুঁতোয়
ক্ষুদ্র সম্ভাষণে বিদায় দিয়েছিলাম।।
ভোরে তুমি পদ্মিনী শুভ্রতা হবে বলে
আমি রাত্রির সমস্ত বাতিগুলো
স্বহস্তেই নিভিয়ে দিয়েছিলাম।।
এবং দুপুরে তুমি শঙ্খিনী হবে স্থিরতায়
টেলিফোন, ঘুঘু ও কাককে
আমার চৌহদ্দিতে আসতে বারণ করেছিলাম।।
এবং সায়াহ্নে তুমি আসবে প্রত্যয়ে আমি
দিবানিদ্রাকে রাত্রির অন্ধকারে
একটি দিনের জন্য ছুটি দিয়েছিলাম।।