বাংলা মা তোর দুঃখ দেখে
ব্যাথায় বাধি বুক।
কালের আজ বড়-ই আকাল
তবু খুঁজি সুখ।।
রাজাকার আর মুক্তিযোদ্ধা
মিলে মিশে একাকার।
উধাও আজ জ্ঞানীর শ্রদ্ধা
অপমান বারংবার।।
পুরষ্কারে ছেয়ে গেছে দেশ
তবু তিরস্কার ই বেশি।
বিরোধী আছে বিদেশে-ই বেশ
সুশীল মহা খুশি।।
জনতার লাগি কত মহা বানী
চোরাচুরি তব সার।
হিন্দু শোনায় কোরআনের বানী
দেশটা যেন সর্বজনার নিজের বাবার।।
দেশ বাচাতে বাহিনী মরিয়া
নেতার কত বুলি।
সন্ত্রাসীরা দিচ্ছে ঝাড়িয়া
পুলিশের আস্ত্রে নাই গুলি।।
মহাজ্ঞানী আজ চুপসে গেছে
বলদের লাফালাফি।
ইঞ্জিনিয়ার ঘরে ঘরে
বাতাসে দালানের কাপাকাপি।।
সাংবাদিক আজ বড় চোর
ব্যাস্ত ধান্দাবাজির তাড়ায়।
বিদ্যুৎ বিলে আসহায় মোরা
নাকাল বাড়ি ভাড়ায়।।
হিজরায় ছেয়ে গেছে দেশটা
বইছে নষ্টামির আবেশ।
খোলা চোখে দেখি সভ্যতার শেষটা
সোনার দেশে পশ্চিমার প্রবেশ।।
মাগো অসহায় তোর আমজনতা
কে বাচাবে তারে?
বিপদে মোরা নিরুপায় জাতি
ঘুরি হিজরার দারে দারে।।