অপরিচিত অজানা ভ্রুণ রাজ্যে
কত কষ্ট বেথাই
১০মাস আগলে রেখেছিলে আমায়
মা গো নিজের মাঝে।
ধরণীর আলো দেখালে আমায়
দম বন্ধ করা প্রসব বেদনা সয়ে
মা গো পেলে তুমি অপার সুখ
মাতৃত্বের তৃপ্ততা।
অজানা অসহায় জীবনটাকে
আগলে রাখলে তুমি
মা গো আমায় তুমি বুকের মাঝে
ক্ষুধা-পিপাসা মিটিয়ে।
শিখালে আমার চলতে
রাখ ধরে হাতটি
মা গো ব্যাথা পেলে
তা যেন তোমারি বেশি।
অক্ষর জ্ঞান বুঝিয়ে তুমি
শিখালে আমাই লিখতে
মা গো জানালে আমায়
কিভাবে জিততে হয় যুদ্ধে।
ফিরতাম যখন বিদ্যাপীঠ সেরে
খাওয়াতে আমায় তুমি সব কাজ রেখে
মা গো আজও ভাবো
আমি আসছি স্কুল থেকে।
যখন দূরে আছি,চোখের আড়ালে
নীরবে চোখটা মেলে
মা গো তোমাই খুজি
অশ্রু নিয়ে নয়নে।
এখনো তোমার মুখ দেখে
দুঃখ ভুলি
মা গো,তোমার আচলে
জীবন বুঝি।
তোমার পা এ স্বর্গ জানি
স্বর্গ আর খুজিনা তাই
মা গো,দুচোখে
তুমি আমার জগৎ প্রাণে।