তুমি আসবে বলে-
রবির কিরণ ভাসে
মেঘে ঢাকা এ আকাশে।
বিষাদ ভুলে অন্তর বিহগ
গেয়ে যায় গান;
একাকীত্বের বেদনা হয় ম্লান।
তুমি আসবে বলে-
দোলনায় দোলে মন খুশিতে,
স্বপ্ন দেখি দিবা-নিশিতে।
হৃদয়ের ক্যানভাসে আঁকি
তোমার-আমার ছবি;
সরব হয় নীরব এ কবি।
তুমি আসবে বলে-
বাতায়ন সদা রেখেছি খুলে
ফিরবে তুমি অভিমান ভুলে।
ফের ছোটো যমুনার তীরে
কাশ বনের বালুর চরে
হাঁটবো দুজন হাত ধরে।
তুমি আসবে বলে-
বেঁচে আছি স্মৃতিগুলো ধরে,
প্রদীপ জ্বালাইনি হৃদয় নীড়ে।
তুমি আসবে কি?
আসবে কি আবার ফিরে-
আমার এ গুণ্য ঘরে?