আমি চলে যেতে চাই সেই অপরূপ বসুধায়;-
যেথায় ধনী-গরিব, উঁচু-নিচু ভেদাভেদ নাই;
যেথায় শ্বেত-কৃষ্ণাঙ্গ সবে এক সুরে গান গায়,
যেথায় বৌদ্ধ-খ্রিস্টান-হিন্দু-মুসলমান ভাই ভাই।
যেথায় নাই বিদ্বেষ, নাই হিংসা, মিথ্যা অহংকার,
নাই কোনো রাহাজানি, নাই ক্ষমতার বাহাদুরি;
যেথায় ভেসে আসেনা নির্যাতিতের আত্ম চিৎকার,
যেথায় অর্থের লোভে গলায় ওঠেনা তরবারি।
যেথায় স্বচ্ছ পবনে গর্বে উড়ে সত্যের নিশান,
সত্যের দ্যুতির কাছে মিথ্যা কভু পায় না প্রশ্রয়;
যেথায় নিঃস্ব ব্যক্তিও পায় তার প্রাপ্য সম্মান,
যেথায় সুখে-বিষাদে সবাই সবার পাশে রয়।
যদি সে সুযোগ পাই, এই নির্মম ধরণী ছেড়ে-
আমি চলে যাব সেথা; আর কভু আসিব না ফিরে।
..................................
স্বপ্নের পৃথিবী (সনেট ৮)
০৬ এ জুলাই ২০২০ খ্রিস্টাব্দ,
২২ শে আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ;
ধরনঃ চতুর্দশপদী কবিতা (সনেট)
রীতিঃ শেক্সপিয়রীয় রীতি অনুসরণে
ছন্দঃ অক্ষরবৃত্ত; পর্ব বিন্যাসঃ ৮+১০
অন্ত্যমিলঃ কখকখ:গঘগঘ:ঙচঙচ::ছছ