বসন্তের আগমনে-
প্রবল উমেদ জেগেছিল মনে;
শীতের অসহনীয় বিষাদ ভুলে-
নতুন সূর্য ওঠেছিল হৃদয় গগনে।
কৃষ্ণচুড়া, শিমুলের রক্তিম বর্ণ-
মনকে রাঙিয়েছিল নব রূপে;
ছোট যমুনার নির্জীব স্রোতে-
বিষাদগুলো দিয়েছিলাম সঁপে।
কোকিলের কুহু কুহু মিষ্টি সুরে-
দোলা লেগেছিল হৃদয় পুরে;
মন গহীনে লুকানো বাসনাগুলি-
জেগে উঠেছিল নতুন করে।
এইতো সবে, বসন্তের হাওয়ায়-
সমূদয় ঠিকঠাক হয়েছিল শুরু;
তাতেই 'বিদায় বসন্ত' ঘন্টা বাজে,
সতেজ হৃদয়- ফের হয়ে গেল মরু।
চৈত্রের শেষ দিনের ভীষণ খরায়-
শুরু হইল আষাঢ়ের বরিষণ;
এলোমেলো হইল বাসন্তী ফুলের
সুবাস নেওয়া রঙিন এ জীবন।
আজি এ শেষ বসন্তে-
বুক বাঁধিলাম আশায় আশায়;
ধরায় ফের বসন্ত আসিবে ফিরে
চেয়ে রইলাম তার প্রতীক্ষায়।
.............................
৩০ এ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
বিরামপুর, দিনাজপুর।