স্কুল জীবন বড়ই কঠিন জীবন
নিজেকে ধরে রাখা দায়–
পড়াশোনা যেন গৃহবন্দী দশা
উতলা মন স্বাধীনতা চায়।

ক্লাস পাঁচের গণ্ডি না পেরুতেই
মন হাওয়ায় উড়িতে চায়–
পড়ালেখা বিলাসিতা মনে হয়
অজানা এক ভরসায়।

শান্ত শিষ্ট ছেলেটাও এ সময়
তাকায় এদিক ওদিক–
ওহে এইটা তো বয়সের দোষ
এ বয়সে সবই ঠিক!

দু-চার দিন পাশে ঘুরিতে ঘুরিতে
পেয়ে যায় পছন্দের মন–
নিজেকে রাজ্যের রাজা মনে হয়
তারে কে ঠেকায় এখন!

ক্লাস ফাঁকি দিয়ে শুরু হয়ে যায়
পার্ক-রেস্তোরাঁয় ঘুরাঘুরি–
হঠাৎ একদিন লোকচক্ষে পড়িয়া
শেষ হয়ে যায় বাহাদুরি!

পারিবারিক শত বাঁধায় পড়িয়া
স্কুলে যাওয়া হয় বন্ধ–
নিজগৃহও জেলখানা মনে হয়
জীবন হারায় তার ছন্দ।

অতঃপর ছাত্রী হলে পাত্রী বেশে
বসে বিয়ের আসরে–
ছাত্র তখন উদাসীন বালক হইয়া
মগ্ন হয় নেশার ঘোরে।

শেষে প্রেম-পড়ালেখা দুটোই শেষ
পিরিতের এই চক্করে–
জীবনে বড় হইবার বাসনা গুলি
অকালেই যায় ঝরে।


২৫.০৬.২০২৪ ইং