পড়ালেখা করিয়া বড় হইব
স্বপ্ন মনে বেশ–
স্কুল জীবনে প্রেমে পড়িয়া
পড়ালেখা হয় শেষ।

পড়ালেখায় আর মন বসেনা
মন উড়ে চলে হাওয়ায়–
কোনকিছুই ভালো লাগেনা
পড়িয়া প্রেম পীড়ায়।

বইয়ের চেয়ে আয়নার দিকে
ফোকাস থাকে বেশি–
সর্বদা মন গগনে ঝড় বহে
বাজে প্রেমের বাঁশি।

নিশীথে নয়নে নিদ্রা আসেনা
আসে উদ্ভট ভাবনা–
কিঞ্চিত সময়ে তন্দ্রা আসিলে
জাগে স্বপ্নিল বাসনা।

প্রেমের চক্করে পড়ে কেটে যায়
সুন্দর সব সময়–
পড়ালেখায় ঢের পিছিয়ে গেছি
হঠাৎ মনে জাগে ভয়!

সব ছেড়ে নতুন করে পড়াশোনা
শুরু করবো আবার–
আজ নয় কাল করতে করতে
বছর হয়ে যায় পার।

প্রেম-পড়াশোনা দুটি ভিন্ন শব্দ
এ কথা বুঝতে হয় দেরি–
জীবনে স্বপ্ন, স্বপ্নই থেকে যায়
দুঃখ-দুর্দশা ধরে ঘেরি।

যাহার জন্য ত্যাগ-তিতিক্ষা
শেষে সেই নিরুদ্দেশ–
অল্প বয়সে পিরিতে মজিয়া
জীবনটাই হয় শেষ।


১১.০১.২৩ ইং।