নজরুল মানে
বাংলা সাহিত্যে এক অনন্য সংযোজন
নজরুল মানে
ইতিহাসে এক নব দিগন্তের উন্মোচন।
নজরুল মানে
অগ্নি বীণার বিদ্রোহী কবিতা অবিনাশী সুর
নজরুল মানে
সার্থক ছন্দ অলংকারে কাব্য ভরপুর।
নজরুল মানে
রাগ প্রধান গান, হামদ, নাত, খেয়াল
নজরুল মানে
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী দেয়াল।
নজরুল মানে
আরবি-ফারসি শব্দের সার্থক ব্যবহার
নজরুল মানে
নব কবির আশার আলো ছন্দের ঝংকার।
নজরুল মানে
দুঃশাসনের বিরুদ্ধে কলম, নারীর সম্মান।
নজরুল মানে
যৌবনের উদ্দাম শক্তি, তারুণ্যের জয়গান
নজরুল মানে
জরাজীর্ণতা ভেঙে নতুনত্বের সৃষ্টি
নজরুল মানে
অন্ধের মনে বেঁচে থাকার সোনালি দৃষ্টি।
নজরুল মানে
মেহনতী মানুষের কষ্টে ভেজা ঘাম
নজরুল মানে
দারিদ্রের বিরুদ্ধে দরিদ্রের সংগ্রাম।
নজরুল মানে
মিথ্যার বিপক্ষে আপোষহীন বাণী।
নজরুল মানে
বেদনার করুন সুর বিচিত্র কাহিনী
নজরুল মানে
সাম্যের শিক্ষক, সামাজিক সচেতনতা
নজরুল মানে
জীবের প্রতি প্রেম, উদার মানবিকতা।
নজরুল মানে
উত্তাল তরঙ্গ, কালবৈশাখীর হিংস্র ঝড়
নজরুল মানে
গর্জক সিংহ, মুক্ত খাঁচার স্বাধীন খেচর।
নজরুল মানে
ধর্ম, বর্ণ, উঁচু-নিচু বৈষম্যের ভাঙ্গন
নজরুল মানে
মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন।
নজরুল মানে
শিকল ভেঙে সৃষ্টি সুখের উল্লাস
নজরুল মানে
ভারত বর্ষের স্বাধীনতার সু বাতাস।
নজরুল মানে
উদ্দাম শক্তি মন গগনে সূর্য উঠিবার
নজরুল মানে
অপরাজেয় বাংলার সবুজ অহংকার।


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
কবিতাঃ প্রিয় কবি কাজী নজরুল ২
রচনাকালঃ ০৩‌‌❇০৫❇২০২০