ওহে জগৎ প্রণেতা, প্রজ্ঞাময় সর্বশক্তিমান,
তোমারি সাহায্যকল্পে দু-হাত তুলে করি প্রার্থনা;
আমার বদন পানে সদয় দৃষ্টি করো প্রদান,
আমি এক গুনাগার, আমার পাপ করো মার্জনা।
ওহে পথ প্রদর্শক, দেখাও মোরে সরল পথ
যে দৃঢ় পথে তোমার প্রিয়জন করেছে গমন;
দূর করে দাও মোর সকল বালাই মুসিবত,
শুদ্ধ করে দাও মোর আঁধারে অপরিচ্ছন্ন মন।
হে মোর প্রতিপালক, এই জগতের মোহে পড়ে-
কত দিবস-রজনী কেটে গেলো হেলায় ফেলায়;
আঁখি আজ গেছে খুলে, মনের তিমির গেছে সরে,
নত করিলাম শির তোমার করুণার আশায়।
আজি তোমার দুয়ারে এ পাপাচারী র অনুনয়,
শূন্যে ফিরাও না মোরে, প্রভু তুমি বড় দয়াময়।


• • • • • • • • • • • • • • • • • • • • •
প্রার্থনা (সনেট ২)
১০/০৫/২০২০

ধরনঃ চতুর্দশপদী কবিতাবলি (সনেট)
গঠনঃ সেক্সপিয়রীয় রীতি অনুসরণে
ছন্দঃ অক্ষরবৃত্ত
মাত্রাঃ ১৮ মাত্রা (৮+১০)
অন্ত্যমিলঃ কখকখ : গঘগঘ :: ঙচঙচ : ছছ