কি যে করিয়া মনের অজান্তে
পাথরে সঁপেছিলাম মন,
সেই না আঘাতে ধুঁকিয়া ধুঁকিয়া
আমি মরি সারাক্ষণ।
পাথরে যে ফোটে না ফুল
ভুলিয়া গিয়াছিনু তা,
পাথর আছে পাথরের মতো
আমার হইয়াছে ঘা।
কখনো দেখিনি পাথরের মাঝে
বিন্দুমাত্র দয়া,
পাইনি কভু তাহার হইতে
একটু খানি মায়া।
পাথরকে ভালবাসিয়া আমি তো
নিজেকে করিয়াছি লাশ,
পাথরকে না ভুলিতে পারিয়া
আজি হইয়াছি দেবদাস!
এখন বুঝিয়াছি পাথরে কভু
ফুটিবে না ফুল,
অনন্তকাল ধরিয়া অশ্রু ঝরাইলেও
পাবনা ফিরি হারানো কুল।
.................
১০.১০.২০১৪