মানুষ বলিব কারে?-
সবাই তো চলিতেছে ইচ্ছে মতো করে;
অনিয়ম, অবিচার সব দ্বারে দ্বারে।
ভাইয়ে-ভাইয়ে দ্বন্দ্ব সম্পদের জেরে,
মনুষ্যত্বের নয়ন- ঢেকেছে আঁধারে।

কেহ হামাগুড়ি খায় মিথ্যা অহংকারে,
অবলারে মারে ছুড়ি ক্ষমতার জোরে।
চৌর্যবৃত্তি, রাহাজানি করে দিবানিশি,
মনুষ্য খুন করিতে বড় পারদর্শী।

কেহ তো ব্যবসা করে মানব পাচারে,
অর্থ লোভে জিম্মি করে নিষ্পাপ শিশুরে।
ওজনে কমতি মেরে লোককে ঠকায়
পণ্যে ভেজাল মেশায় অর্থের আশায়।

কেহ তো চেয়ারে বসে জনসেবা করে,
সম্পদের ঢিবি গাড়ে রাতের আঁধারে।
স্বীয় ত্রুটি ঠেলে দেয় অন্যের গর্দানে,
সত্যের কবর খোঁড়ে ক্ষমতার টানে।

কেহ তো উলটো বকে শরাবের ঘোরে,
টাকা-কড়ি শেষ করে জুয়ার আসরে।
সুখের ঠিকানা পায় অবৈধ পিরিতে,
মরিবে না কভু যেন এই ধরণীতে!

কেহ তো ধর্মের নামে স্বীয় থালা ভরে,
মনুষ্যত্ব চাপা দেয় মিথ্যার পাহাড়ে।
ধর্মকে পুঁজি বানিয়ে করে বাট পারি;
মুখে খোদা-রাম রাম, দিলে মিথ্যা ঝুড়ি।

সবকিছু চলিতেছে মিথ্যার উপরে
মানবতা উঠে গেছে যেন একেবারে!
সবাই তো ডুবে গেছে গাঢ় অন্ধকারে-
এ অমনুষ্যের ভিড়ে কি বলিব কারে?


•••••••••••••••
অমানুষ—২
২৫/০৬/২০২০

ছন্দঃ অক্ষরবৃত্ত
পর্ব বিন্যাসঃ ৮+৬