মানুষ বলিব কারে?- জগৎ সংসারে;-
কেহ ব্যস্ত দস্যু বৃত্তে, কেহ করে চুরি,
কেহ রত অত্যাচারে, কেহ মারে ছুরি,
সুযোগে কলা দেখায় যে যত যাহারে।
কেহ সরাব, জুয়ায় মত্ত একাধারে;
কেহ তো ক্ষমতা পেয়ে করে বাহাদুরি,
অবৈধ চেয়ারে বসে কারো বাড়ে ভুঁড়ি!
হারাম লুটিয়া খায় যে যেমন পারে।

সব কিছু যেন আজি খেলার পুতুল,
সততা চাপা পড়েছে মিথ্যার আড়ালে,
মনুষ্যত্ব হারিয়েছে পথের মাস্তুল।
এ ধরণী ধরাশায়ী অজ্ঞতার জালে,
মনুষ্যরা হারিয়েছে সভ্যতার কুল,
সর্বজন চলিতেছে যেন এক তালে।


........................
অমানুষ—১
২৫/০৫/২০২০ইং

ধরনঃ চতুর্দশপদী কবিতাবলি(সনেট)
গঠনঃ পেত্রার্কীয় রীতি অনুসরণে
ছন্দঃ অক্ষরবৃত্ত
মাত্রাঃ ১৪ মাত্রা (৮+৬)
অন্ত্যমিলঃ কখখক : কখখক :: গঘগ : ঘগঘ