মন আমার, আমার অবাধ্যে
চলছে তাহার মতো-
জীবনটাকে পুড়ে ছারখার করিয়া
তবু হয়না বিরত।
এতো বোঝাই তবু মন আমার
মানে না কোনো বারণ-
দূর আকাশ পানে চাহিয়া ভাবি
পাই না খুঁজিয়া কোনো কারণ।
আমি চাইনা আমার মন চায়
পড়িয়াছি এ কোন দোটানায়-
পারিনা কভু বুঝিয়া উঠিতে
মন না আমি- কাকে দিব সায়?
বছর পেরিয়ে ফের বছর আসে
তবু আসেনা সুদিন-
মন বলে ধৈর্য ধরো
বাসনা পূর্ণ হবে একদিন।
মন আমার আমাকে ঠকাতে
বাঁধলো বড়ই ফাঁদ-
মনের ডাকে সাড়া দিয়া
জীবন হলো বরবাদ।
মনকে বলি অনেক হইয়াছে
আঁধারে আর পা বাড়াস না-
নতুন করিয়া শুরু কর জীবন
তবু মন আমার বুঝ মানে না।
.................
১০.০১.২০১৬