চাঁদ উঠিয়াছে ঐ দেখা যায়
বাঁশ বাগানের পরে,
এমন নিশিতে চঞ্চলা মন
থাকিতে চায় কি ঘরে?
চলে এসো আজি আঁধার ছাড়িয়ে
উপরে দেখো চেয়ে,
শতেক তারকা উঠিয়াছে নভে
যেন সবকিছু নিয়ে।
নভোমণ্ডলে বসিয়াছে আজি
শত তারকার মেলা,
তারায় তারায় একই হইয়া
খুশিতে করছে খেলা।
একক তারকা যুগল তারকা
আরও হরেক তারা,
আনন্দে মেতে যেন আজি সব
হইয়াছে দিশাহারা।
হাতছানি দিয়ে ডাকিতেছে ওরা
চাহিয়া মোদের পানে,
চাঁদনী রাতের দীপ্তির কথা
বলিতেছে গানে গানে।
অন্তরাত্মা, কতোই ঘুমবে?
এবার জাগিয়া ওঠো;
চাঁদনীর রাত ডাকিতেছে তোরে
তাহার পিছনে ছোটো।

..................................

ছন্দঃ ৬ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ।
পঙক্তিঃ ৬+৬ মাত্রার পূর্ণ পর্ব এবং ২ মাত্রার অপূর্ণ পর্ব।
চরণে পর্ব বিন্যাসঃ ৬+৬+৬+২ মাত্রা।