বৃষ্টির দিনে-
জলের ফোঁটার আলতো শব্দ শুনে;-
ঢের কল্পনা জেগে ওঠে কুঁড়ে মনে,
কবিতা লিখায় মন আকৃষ্ট করি,
মাঝে নজরুল - রবীন্দ্র গীতি ধরি।
বৃষ্টির দিনে-
অঝোর ধারার রিমঝিম রব শুনে
থাকিতে চায় না মন আর গৃহকোণে!
ক্রোধ, অভিমান, জেদ সবকিছু ভুলে
প্রেয়সীর কাছে মন ছুটে যায় চলে।
বৃষ্টির দিনে-
জানিনা তো আমি এ কোন মায়ার টানে-
মন চায় শুধু ভিজিতে প্রিয়ার সনে!
প্রেয়সীর ভেজা চঞ্চুর প্রলোভনে
প্রকাণ্ড ঝড় ওঠে হৃদয় গহীনে!
বৃষ্টির দিনে-
হাজারো স্বপ্ন ভাসে এ নীল নয়নে
নূতন উমেদ খুঁজে পাই এ জীবনে।
আছে যতো দুঃখ, বেদনা বুকের তলে
ধুয়ে যায় সব মৃদু বৃষ্টির জলে।
• • • • • • • • • • • • • •
৩০ শে জুন ২০২০ খ্রিস্টাব্দ,
০৮ ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ।
হিলি,দিনাজপুর।
ছন্দঃ ছয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ
পর্ব বিন্যাসঃ ৬+৬+২