এই সমাজের হাল বড় বেশামাল
সকল আদর্শ-নীতি ধুলিস্মাত করে
যুগের সাথে সবাই মিলিয়েছে তাল!
এখানে বেহায়াপনা, মন্দে গেছে ভরে
সুলভ মূল্যেই মেলে সুদর্শন নারী!
স্মার্টনেস বেড়ে যায় চটি বস্ত্র পড়ে!
এখানে সুদ, ঘুষের চলে কারবারি
মদ্য বৃত্তি বৈধ হয় শাসক কহিলে
সর্বত্র ব্যবসা এক- শুধু জুয়াচুরি!
এখানে জ্ঞানীর দাম না তেমন মিলে
টাকা-কড়ি আছে যার সেই বেশি নামী
মূর্খেও ক্ষমতা পায় মোটা অর্থ দিলে!
আধুনিকতার নামে চলছে নোংরামি,
জানিনা ভাঙিবে কবে? অন্ধের গোঁড়ামি।
••••••••••••••••••••••••••••••••
বেহায়া সমাজ—১ (সনেট ৬)
০২ এ জুলাই ২০২০ খ্রিস্টাব্দ,
১৮ এ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ
বিরামপুর, দিনাজপুর।
ধরনঃ চতুর্দশপদী কবিতা (সনেট)
রীতিঃ তের্জা রিমা রীতি অনুসরণে
অন্ত্যমিলঃ কখক:খগখ:গঘগ:ঘঙঘ:ঙঙ
পর্ব বিন্যাসঃ ৮+৬
(দ্রষ্টব্যঃ প্রত্যেক মুক্ত বদ্ধস্বরকে
২ মাত্রা দেওয়া হয়েছে।)