আয় বৃষ্টি নেমে আয়
  মোর মন পারায়-
তোর যত জল আছে
  দিয়ে যা এ গায়।

তনু মোর অঙ্গার হয়েছে
   বিরহের অনলে-
ধুইয়ে দিয়ে যা সমুদয়
  তোর বৃষ্টির জলে।

নূতন করে বাইতে চাই
   জীবনের তরী-
সম্মুখে রাখি নেত্রগোচর
পশ্চাতে না ফিরি।

জীবন পথ পাড়ি দেবার
    আছে যত বাকি-
একায় না হয় কাটিয়ে দিব
   আশা বুকে রাখি।

বৃষ্টি, ও বৃষ্টি তুমি কোথায়?
     চলে আয় না-
আমি আর এ অনল জ্বালা
  সইতে পারছিনা।

.......................
১৭ ই শ্রাবণ ১৪২৭