সখা, কি এমন ব্যথায় ব্যথিত তুমি
যে ছেড়ে দিয়েছো ধরণীর সব মায়া?
তুমি কি ভিজেছো শ্রাবণের বৃষ্টির জলে?
তুমি কি গিয়েছো পাতা ঝরা বৃক্ষের তলে?
তুমি কি নিয়েছো প্রাতঃকালে শিশিরের শিহরণ?
তুমি কি দেখেছো মাতৃহারা শিশুর অবিরাম ক্রন্দন?
তুমি কি দেখেছো দৃষ্টি শক্তিহীন কেমনে করে বসবাস?
তুমি কি দেখেছো সর্ব হারা নিঃস্বের বেঁচে থাকার প্রয়াস?
হয়তো তুমি কখনো ভেজনি, প্রভাতে শিশিরে হাটনি;
হয়তো তুমি কিছুই দেখোনি, কোনো স্বাদই নাওনি!
সখা, জীবনে অনেক কিছু দেখার, বহু সাধ নেওয়ার
এখনো রয়েছে বাকি; তাই তোমারে বলি-
কেটে ফেলো এ আঁধার, মনে রাখো দৃঢ় প্রত্যয়;
সব বাঁধা দূরে ছুড়ে দিয়ে নব দিগন্তে সূর্য হোক উদয়।
..............................
২৯ এ জুন ২০২১ খ্রিস্টাব্দ,
১৫ এ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ।