দুর্গম অরণ্য দুস্তর বারিধি
সব পাড়ি দিয়ে
যেতে চেয়েছিলাম নব্য এক ভূখণ্ডে
তোমাকে সঙ্গে নিয়ে।
তুমি গেলে না;
তাই আর দেখা হলো না
নির্বাধ জলধির উত্তাল তরঙ্গ
নেওয়া হলো না
নির্মল পবনে মুক্ত নিঃশ্বাস।
জীবন খাতার বর্ণিল পাতায়
কল্পনার রং দিয়ে
লিখতে চেয়েছিলাম এক মহাকাব্য
তোমাকে মুখ্য চরিত্রে রেখে।
তুমি সাড়া দিলে না;
তাই আর লেখা হলো না
আমার বর্ণ ময় আবেগ দীপ্ত কাব্য
অপূর্ণ রয়ে গেল
জীবনের এক স্বপ্নিল বাসনা।