শরৎ সেজেছে কাশফুলে-
মন ছুটে চলে পথ ভুলে!
প্রিয়া মোর প্রতীক্ষায়
ছোট যমুনার কূলে।

কাশফুলের পরশ নিয়ে-
হাঁটবো দুজন হাত ধরে,
চলে যাবো দূর অজানায়
যেথায় স্বপ্ন খেলা করে।

সজল কাজল মেঘে
ঢেকে যাবে গগন,
হঠাৎ করে বৃষ্টি নামিলে-
সেথায় ভিজবো দুজন।

স্নিগ্ধ সমীরণে উড়িবে
প্রেয়সীর খোলা কেশ,
সেই না দৃশ্য দেখিয়া
মন হবে নিরুদ্দেশ!

সন্ধ্যা বেলা সূর্যাস্তে
নদীর কিনারে বসে,
সূর্যাস্তের দৃশ্য দেখিব
প্রেয়সী রবে পাশে।

একটু পরেই প্রকৃতি
সাজিবে ঘন আঁধারে-
শরতের পূর্ণতা নিয়ে
আসিব আবার ফিরে।

.............
এক শরতে

১০/১০/২০২০ খ্রিস্টাব্দ,
২৫ শে আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ।