ডাগর ডাগর চোখ যে
তাঁহার মুক্তো ঝরা হাসি,
হে ক্ষনজন্মা মহা-মনীষী
তোমায় বড্ড ভালোবাসি।

হে ক্ষনজন্মা কাসেমী, জাতি
কে তুমি করেছিলে উজ্জীবিত,
বাতিল, অপশক্তিরা আজও
তোমার চেতনার ভয়ে ভীত।

হে ক্ষনজন্মা,তুমি ছিলে
সিয়াসতের সিপাহসালার,
তুমি ছিলে ইলমের অন্য
অনন্য এক শাহসাওয়ার।

হে ক্ষনজন্মা রাহবার,তুমি
ছিলে এপার বাংলার মাদানী,
শায়খুল হিন্দ ও শায়খুল
ইসলামের সুযোগ্য উত্তরসূরী।

হে ক্ষনজন্মা আকাবির,তুমি
ছিলে জমিয়ত-হেফাজতের প্রাণ,
তোমায় হারিয়ে ভালো নেই মোরা,
দুর্দিনে তুমিই ছিলে মোদের ত্রান।

হে ক্ষনজন্মা, আজও কাটিয়ে
উঠিনি তোমায় হারানোর শোক,
তাইতো বিরহের যাতনায়-
তোমায় নিয়ে লিখলাম কিছু শ্লোক।  

হে ক্ষনজন্মা,তুমি ছিলে মানুষ গড়ার
কারিগর,অপার প্রতিভার দিকপাল,
তুমি ছিলে সবার আশা, ভরসা তোমার
অন্তর টা ছিল আকাশসম বিশাল।

রহিমাহুল্লাহু রহমাতান ওয়াসিয়াতান।