আমি গাযযা বলছি-
আমার ফুলগুলো ঝরার জন্য-ই ফোটে,
স্বজাতিরা বিলাস-উল্লাসের পিছনে ছোটে।

আমি গাযযা বলছি-
অস্ত্রের নৃত্যে আমি আজ বড্ড অসহায়,
পরিত্রাণের স্বপ্ন দেখি, ভুগছি না হতাশায়।

আমি গাযযা বলছি-
এখানে কেউ শহীদের স্বজন, মা কিংবা বোন,
আমার বুকে কষ্ট চাপা শুন রে পাষাণ শোন।

আমি গাযযা বলছি-
স্বজাতীয় মদদে করা হয় বোমার আঘাত,
ভীতি-ক্ষুধার তাড়নায় কাটে প্রতিটি প্রভাত।

আমি গাযযা বলছি-
আশার দানা বাঁধি, কভু আসবে নতুন ভোর,
খোদার দয়ায় কাটিয়ে উঠবে তারা এ ঘোর।

আমি গাযযা বলছি-
হয়তো, প্রজ্ঞাবান প্রভু করছেন মহা পরীক্ষা,
জানিনা- শাসক শ্রেণী করছে কীসের সমীক্ষা?

আমি গাযযা বলছি-
ক্ষত-বিক্ষত-জর্জরিত, সয়েছি, আরো সইব,
রবের কাছেই শুধু এই অবিচারের বিচার চাইব।

আমি গাযযা বলছি-
মহিয়ানের কাছেই করছি আমার সকল ফরিয়াদ,
একমাত্র তিনিই শুনবেন, তিক্ত বিষাদ-আর্তনাদ