ভাবছি! -
নেতৃত্বের লোভ মানুষকে কোথায়
থেকে কোথায় থেকে নিয়ে যায়,
নবী ওয়ালা কাজের নামে স*ন্ত্রা*সী
কর্মজজ্ঞ দিল থেকে দূরে হটায়।
রাতের আঁধারে ঘুমন্ত, নিরস্ত্রদের
উপর হামলা ভীষণ ভাবে ভাবায়,
কতটা নির্মম-জঘন্য আর পাষাণ
হলে তারা, এভাবে মোদের কাঁদায়।
আচ্ছা!?
তাবলীগে আলেম সমাজের কী দায়?
সুশীল ভাইয়ের প্রশ্ন-লোকেদের হাসায়,
ধর্মীয় চেতনা বোধেই তারা যায়, দৌড়ায়,
যাতনা-যন্ত্রণা তারাই বুঝে,যাদের স্বজন হারায়।
হাসছি!-
হুংকার-হুমকি কবে যাবে বাস্তবতার খাতায়,
প্রতিনিয়ত শত্রুরা সব "লুঙ্গি" খুলে নাচায়,
হলুদ মিডিয়াগুলো শিরোনাম কীভাবে সাজায়,
যদিও মোদের ভাইয়েরা সব ডুকরে কাঁদে গাযযায়।
কতবার আর ধাক্কা খেলে অভিজ্ঞতার পাতায়,
উচিত জবাব দিবো মোরা তাদের দেওয়া বাঁধায়,
চর্ম জ্বলা শুরু হয়ে যাবে দ্বীনের শত্রু পাড়ায়,
খালিদের উত্তরসূরী মোরা, এসব কি মুসলমানের মানায়?