কবি! শৈশব থেকেই আমি যুদ্ধ দেখেছি,
বাঁচার জন্য যুদ্ধ,
মরতে মরতে বাঁচা,
যুদ্ধ করতে করতে মরা!
কবি! শৈশব থেকেই আমি যুদ্ধ করছি,
বাঁচার জন্য যুদ্ধ,
মরতে মরতে বেঁচেছি,
বাঁচতে গিয়ে মরতে শিখেছি!
আমার চোখে প্রেম আসতেই যুদ্ধ লেগে যায়,
যুদ্ধ করতে করতে আমি প্রেম দেখি৷