অথচ আমি তাকে বলেছিলেম-
মিষ্টি মিহি নিমের ফুলের সময়ে আমাদের স্বপ্নের বাসর হবে!
অথচ তাহার গোলাপ পছন্দ!
সে চেয়েছিলো হরেক রকমের গোলাপের বাগান!
আমি এতো গোলাপ কোথায় পাবো?
বড়জোর বুলবুলের মতো রক্ত বলি দিয়ে হিম হয়ে একটা গোলাপ ফুটাতে পারতুম!
অথচ তাহার এসব কিছুই প্রয়োজন ছিলো না।
অথচ তাহার বিলাসিতা আমার জন্যে ব্যাঙের মরণ ছিলো।
অথচ আমি তাহার জন্যে খোঁপার ফুল রেখেছিলেম,
আলতা রেখেছিলেম, জোছনার সাথে চন্দন রেখেছিলেম!
অথচ সে আধুনিকতাই চেয়েছিলো!
অথচ তাহাকে কিসে সুন্দরতম লাগে তা আমি ছাড়া কেউ জানতো না।
অথচ আমি তাহাকে চেয়েছিলেম,
অথচ তাহার আমার চাওয়াতে সখ্য ছিলো না,
অথচ সে আমার হতে পারতো।
অথচ আমার চাওয়াগুলো আজ অবহেলিত,
অথচ দেখার কেউ নেই!
অথচ আমার চাওয়াকে আমি মালা গেঁথেছি,
অথচ আমার চাওয়া-মালার নাম "বিরহমালা" কখনোই ভাবিনি।