বৃষ্টি!
জল হয়ে ঢল হয়ে
ভেঙে দেয় দু'ধার।  
নাম চিনে না, গ্রাম চিনে না
মিলিয়ে দেয় এপার-ওপার!

সবর ভেঙে কবর করে,
কবর ভেঙ্গে খবর করে,
আবাদ পেলে সাবাড় করে।
কান্নায় চোখ ভারী করে।

কান্নার জল বৃষ্টি হয়ে,
আবার বৃষ্টির সৃষ্টি করে।

বৃষ্টি!
জল হয়ে ঢল হয়ে,
লোকালয়ে যায় বয়ে।