কে বলেছে ভাইরাস দেখা যায়না চোখে,
দেখেছি ভয়ংকরতম প্রজাতি সময়ের বাঁকে!
ভাইরাস, যারা ঘটায় মহা রোগ!
মানুষেরই মাঝে সে ভাইরাস
যে করে অন্যের সম্পদ, হক বিনাশ্রমে ভোগ।
দেখেছি কতো মহা ভাইরাস সময়ের পাড়ে
যখনই আসে বাজেট, বিল, অনুদান অফিসের দ্বারে।
ভাইরাস সে নীতি মানেনা, বুঝেনা কে ভালো-মন্দ,
মানব ভাইরাস স্বার্থ হাছিলে ঠিক তেমনি অন্ধ,
ভাইরাস সে ভয় পায়, যদি দেখে শুভ্র রক্ত কণা,
দূর্বল দেখলেই মানব ভাইরাস তুলে বিষাক্ত ফণা।
ভাইরাস রোগ ছড়ায় প্রাণীতে, শুধু ধ্বংস করে শরীর,
মানব ভাইরাস! সে গিলতে পারে সব পৃথিবীর।
ভাইরাস আমি দেখিনি, গল্প-গঠন-কর্ম শুনেছি অনেক,
নেতা-মন্ত্রীর চরিত্রে ভাইরাসের মিল পেয়েছি হরেক!
ভাইরাস খাও গো মোদের শরীর পোষকের,
উদগিরণ হবে, ফেরত দিতে হবে হক প্রত্যেকের!