মা! ক্রসফায়ার কি?
বাবা! বদ লোকের পাপ যখন আকাশ ছাড়িয়ে অন্তরীক্ষ ছুঁয়ে ফেলে,
যখন পাপকে আর পাপ মনে করেনা, পাপ করে খেলার ছলে,হেলেদুলে,
বাঁচার অধিকার স্বয়ং বিধাতার ইচ্ছেতেই নেয় তুলে।
খোকা বড় হয়।
পাশের নেতা কাকা অন্যের হক নষ্ট করে,
বিচার করতে গিয়ে নিজের উদর ফুলায়।
প্রতিবেশির সফলতায় ঈর্ষায় মরে,
মানুষে-মানুষে কলহ বাড়ায়,
খোকা ক্রসফায়ারের সংজ্ঞা আবার জেনে নেয়।
সুনামধন্য ইয়াবা ব্যবসায়ী,
স্বনামধন্য চোরা কারবারী,
কোটি টাকার রাক্ষস জুয়াড়ি,
হারাম আয়ের কিঞ্চিৎ দেয় পুলিশকে,
নিজের ক্রসফায়ারে বলি করে অন্যকে।
অবশেষে, পুলিশ বেচারা নিয়ে যায় কোনো চুনোপুঁটিকে,
গহীন রাতে হঠাৎ কয়েকটা গুলি।
পত্রিকার শিরোনামে বন্দুকযুদ্ধ,
টিভির নিউজে মিথ্যে বুলি।
খোকা মায়ের শেখানো ক্রসফায়ারের সংজ্ঞাতে ফিরে যায় আবার,
একেক জন নেতাকে দেখে, পুলিশকে দেখে, যারা একেক জন ক্রসফায়ার!