আমি জীবনানন্দ দাশের মতো কোথাও যেতে চাই না আর
আমি বাংলায় বয়ে যাবো
নদী মাঠ ঘাট ভালোবেসে-এই বাংলায়
এখানে শুয়ে আছে আমার বাবা-আমার মা
আমাদের সাত পুরুষ
তাদের রেখে পালাতে পারি না আমি।
এখানে দিন আসে-রাত আসে
ঘুমিয়ে পরি তার কোলে-স্নিগ্ধ বাতাসে
আমাকে শিতল করে-জাগিয়ে তোলে
আমি ফিরে আসি বার বার
এই বাংলায়।
এখানে নৌকার পাল বাতাসে দোল খায়
আকাশে পায়রার ঝাঁক
ছোট ছোট পা হাঁটতে থাকে অবিরাম
আমি তার সাথে হেঁটে চলি আগামীর পথে।