খুব ফিরে যেতে মন চায়,মায়ের কাছে
আঁকা বাঁকা মেঠোপথ ধরে
পল্লী মায়ের সেই কুঁড়ে ঘরে।
কি আদর কি ভালোবাসা ছিলো
মাথায় হাত বুলিয়ে বুলিয়ে
বলেছিলো খোকা,
শহরের মানুষগুলো খুব কঠিন
ঠিক মত খেতে দেই না বুঝি?
আমি হাসতে হাসতে বলেছিলাম
তা হবে কেনো মা?
আমি তো বেশ ভালোই আছি।
দূর বোকা আমার কাছে থাকতে
কি নাদুস নুদুস ছিলে
এমন শুকিয়ে কাঠ হয়ে গেছ
এমনটা ছিলে না খোকা?
এখন গাঁয়ে ফিরি মায়ের ভালোবাসা নেই
গাঁ যেনো আমার কাছে শুকনো মরুভূমি
এক বার শুনি না পিছু ফেরার ডাক।