প্রভু তোমার শিল্পের কাছে করেছি নতো আমার এই মাথা
তুমি নিখুত কারিগর
কি সুন্দর দাপটের সাথে এই পৃথিবীতে তোমার শিল্প
চলাফেরা করে আমি অবাক হয়ে চেয়ে দেখি প্রতিদিন।
মনে মনে ভাবি কি যাদুর কাঠি
কেমন করে নড়াচড়া করে শূন্য পৃথিবীতে
রক্ত নেই মাংস নেই এক ফোঁটা আদল থেকে
জীবন্ত মানুষগুলো কেমন করে বেরিয়ে আসে
এক দেহ থেকে নতুন আরেকটি দেহ।
কেমন করে আসে এর উত্তর আমি জানি না
তাই আমার শিল্প সেই প্রভুর তরে
করে দেয় মাথা নত।