বার বার তোমার কাকনের শব্দে চমকে উঠি
মনে হয় এই বুঝি এলে,আঁধার পাড়ি দিয়ে
আমার হৃদয়ের মিনারে গোলাপ রাঙাতে
আমি তো প্রতিদিন তোমার জন্য অপেক্ষায় প্রভাত গুনি
এই হোক আমার শেষ মিনতি।

আর কতকাল চাতক পাখির মত চেয়ে রবো বলো
আমি তো অপেক্ষা করতে করতে মরতে বসেছি
আমি ফিরে যেতে চাই, আমি ফিরে পেতে চাই
গোধূলি সন্ধ্যা,তুমি হবে আমার।

মাঝে মাঝে ভাবি এই বুঝি এলে পা-টিপে টিপে
মুখ ফিরিয়ে তোমায় দেখার আগেই, চোখ দু’টি চেপে ধরে বলবে
বলো তো আমি কে ? কে হতে পারি?

আমি দুই হাত দিয়ে তোমার মুখ, চুল, কানের দুল
এমনকি শরীরের কিছু স্থানে ছুয়ে বলবো
তুমি তো সেই, যার জন্য হাজার জনম নিতে পারি।

কথাটা শুনে শব্দ করে হেসে দিয়ে বলবে
তাহলে ঠিক, ঠিক চিনে নিলে আমাকে
কেনো চিনতে পারবো না, তুমি তো আমার।

আসলে তুমি বলো, এতো ভালোবাসার পরেও কি তুমি আমার হলে ?
বলো কি পেলাম আমি, এক বুক কষ্ট আর ব্যথা ভরা জীবন।