আজ কোনো দ্বিধা নেই দরোজা খুলে দিতে
পা টিপে টিপে চলো এসো
যখন যে ভাবে মন চায়
আমি তো চেয়ে আছি পথ পানে।

ছোট চন্দনা এঁকেবেঁকে চলে না আর
সে আজ মরতে বসেছে
আমিও তেমন।

বুকের ভিতর ইট ভাঙার শব্দ হয়
রাশি রাশি বালুকণা
নবজাতক শিশুর প্রা খোলা হাসি দেখি
ভোরের জানালা খুলে।